শিরোনাম

South east bank ad

রাজনাথের বক্তব্য ভুল, অবমাননাকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

 প্রকাশ: ১০ নভেম্বর ২০২৫, ১১:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রণালয়

রাজনাথের বক্তব্য ভুল, অবমাননাকর: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সম্প্রতি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মন্তব্যকে ‘ভুল’ এবং ‘শালীনতা ও কূটনৈতিক সৌজন্যের পরিপন্থী’ বলে জানিয়েছে পররাষ্ট্রমন্ত্রণালয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস. এম. মাহবুবুল আলম বলেন, ‘আমরা মনে করি, রাজনাথ সিংয়ের মন্তব্যগুলো ভুল, অপ্রয়োজনীয় এবং শালীনতা ও কূটনৈতিক সৌজন্যের প্রতি অসম্মানজনক।’

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) রাজনাথ সিংয়ের বক্তব্য নিয়ে ঢাকার প্রতিক্রিয়া জানতে চাইলে এই মন্তব্য করেন তিনি।


নেটওয়ার্ক১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল জোশির সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে রাজনাথ সিং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে ‘নিজের বক্তব্যের বিষয়ে সতর্ক থাকার’ পরামর্শ দেন।

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চাই না, তবে ইউনূসের উচিত তার বক্তব্যে সতর্ক থাকা।’ শুক্রবার ওই সাক্ষাৎকারটি ভারতীয় গণমাধ্য ফার্স্টপোস্টে প্রকাশিত হয় যা নেটওয়ার্ক ১৮ গ্রুপেরই একটি অংশ।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্পর্কে সম্প্রতি যে মন্তব্য করেছেন, আমরা তা লক্ষ্য করেছি।’

তিনি বলেন, বাংলাদেশ সার্বভৌম সমতা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সঙ্গে পারস্পরিকভাবে উপকারী সম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।’

আলম আরও বলেন, ‘বাংলাদেশ বিশ্বাস করে মতপার্থক্য বা ভিন্ন দৃষ্টিভঙ্গি গঠনমূলক ও সম্মানজনক আলোচনার মাধ্যমে সমাধান করাই সর্বোত্তম উপায়।’

উল্লেখ্য, ওই সাক্ষাৎকারে ভারতের প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের বিভেদ বা মতবিরোধ চায় না।
BBS cable ad