এমপিওভুক্ত শিক্ষকদের ‘বদলি’ নিয়ে সুখবর
২০২৬ সালের জানুয়ারি মাসের মধ্যে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের বদলি কার্যকরের আশ্বাস দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমন তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন শিক্ষক নেতারা।
সোমবার (১০ নভেম্বর) দ্রুত বদলি কার্যকরসহ তিন দফা দাবিতে আন্দোলন করা সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষা মন্ত্রণালয়ের কয়েকজন কর্মকর্তা। দুপুর ১টা থেকে শুরু হওয়া এই বৈঠক চলে টানা দেড় ঘণ্টা পর্যন্ত।
এই বৈঠকে বদলি কার্যক্রমের বিষয়ে শিক্ষকদের আশ্বাস দেওয়া হয় বলে জানা গেছে।
বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে, বৈঠকে উপস্থিত ছিলেন কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিবসহ শিক্ষা মন্ত্রণালয়ের আরও বেশ কয়েকজন কর্মকর্তা।
এ বিষয়ে বাংলাদেশ বদলিপ্রত্যাশী শিক্ষক ঐক্য জোটের আহ্বায়ক প্রভাষক মো. সরোয়ার একটি গণমাধ্যমকে বলেন, ‘বৈঠকে আমাদের ডিসেম্বর অথবা জানুয়ারি মাসের মধ্যে বদলির ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে।’
তিনি আরো বলেন, ‘যেহেতু মন্ত্রণালয়ের কর্মকর্তারা আন্তরিকতার সঙ্গে আমাদের সাথে বসেছেন সেহেতু আমরা তাদের কথায় বিশ্বাস রাখতে চাই।
কিন্তু যদি যথাসময়ে বদলি চালু না হয় তাহলে কঠোর আন্দোলনে নামব আমরা।’
এর আগে আন্দোলনরত শিক্ষকদের সাত সদস্যের একটি প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে যান। দুপুর সাড়ে ১২টায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা শিক্ষকদের সচিবালয়ের ভেতরে ঢোকার অনুমতি দেন।
সচিবালয়ে যাওয়া শিক্ষকদের প্রতিনিধিদলে ছিলেন প্রভাষক মো. সরোয়ার, মো. বাবলু, মোছা. সামিয়া, সোহাগী, মো. শরিফুল, মো. শান্ত আলী, উম্মে হাবিবা এবং মো. রাশেদ মোশাররফ।


