আগামী ২০ নভেম্বর মুজিব বর্ষ উপলক্ষ্যে বিমানের ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন

আগামী ২০ নভেম্বর মুজিব বর্ষ উপলক্ষ্যে আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিমানের ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন।
মুজিব বর্ষ উপলক্ষ্যে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ২০ নভেম্বর, ২০২১ তারিখ বিমানের প্রধান কার্যালয় বলাকার সবুজ চত্বরে আলোচনা সভা এবং ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শিরোনামে এক মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনসহ আগামী ০৪ জানুয়ারি, ২০২২ তারিখ বিমানের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বিমানের ৫০ বছর পূর্তির লোগো উন্মোচন করতে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব মোঃ মাহবুব আলী, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জনাব সাজ্জাদুল হাসান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ মোকাম্মেল হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আবু সালেহ্ মোস্তফা কামাল।
১৯৭২ সালের ৪ জানুয়ারি প্রতিষ্ঠিত রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ০৪ জানুয়ারি, ২০২২ তারিখে ৫০ বছরে পদার্পন করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও সার্বিক সহযোগিতায় এয়ারলাইন্সটির পথচলা শুরু হয়। এই দীর্ঘ যাত্রাপথে অসংখ্য মানুষের সান্নিধ্যে ও ভালবাসায় সিক্ত হয়েছে বিমান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টা এবং বিমানের প্রতি অকৃত্রিম ভালোবাসার কারণে একটি ডিসি-৩ উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু করা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহর এখন ২১ টি উড়োজাহাজ দ্বারা সমৃদ্ধ হয়েছে।
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছে এবং তা বাস্তবায়ন করছে। ‘মুজিব বর্ষ’ উপলক্ষ্যে বিমানের নিজস্ব ১৬ টি উড়োজাহাজে মুজিব বর্ষের লোগো ছাপানো হয়েছে। উড়োজাহাজের অভ্যন্তরে ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট-এর প্রতিটি সিটের এলইডি মনিটরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত ০৩ মিনিটের ভিডিও, লোগো ও ছবি প্রদর্শনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যা মুজিব বর্ষ ব্যাপী চলমান থাকবে। বিমানের প্রতিটি টিকিট ফোল্ডার, ক্যালেন্ডার, নোটবুক এবং ডায়েরিতে মুজিব বর্ষের লোগো ছাপানো ও বিতরণ সম্পন্ন হয়েছে। বিমানের প্রধান কার্যালয় বলাকা’র প্রবেশমূখে স্থাপিত ডিজিটাল ডিসপ্লে বোর্ডে মুজিব বর্ষের লোগো ও ভিডিও প্রদর্শন চলমান আছে। মুজিব বর্ষ উপলক্ষ্যে বলাকা ভবনে স্থাপিত ‘মুক্তিযুদ্ধ কর্নারের’ জন্য বই ক্রয় ও সংগ্রহের মাধ্যমে ‘মুক্তিযুদ্ধ কর্নার’ আরো সমৃদ্ধ করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সর্বদা দেশের প্রয়োজনে যাত্রী ও কার্গো পরিবহন সেবা প্রদান করে যাচ্ছে। সাশ্রয়ী খরচে টিকা ও সুরক্ষাসামগ্রী পরিবহনসহ মহামারী ও অন্যান্য কারণে দেশে-বিদেশে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদেরকে কাঙ্খিত গন্তব্যে পৌঁছে দিতে নিয়মিত ফ্লাইটের পাশাপাশি বিশেষ ফ্লাইট পরিচালনা করে থাকে বিমান।