চট্টগ্রাম রেলওয়ে জেলা পরিদর্শন করলেন অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল দিদার আহম্মদ

বাংলাদেশ রেলওয়ে পুলিশ হেডকোয়ার্টার্স অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল মোঃ দিদার আহম্মদ, বিপিএম, পিপিএম(সেবা) আজ (৭ সেপ্টেম্বর, ২০২১) চট্টগ্রাম রেলওয়ে জেলা পরিদর্শন করেন। তিনি পরিদর্শনকালে শুরুতেই পুলিশ লাইন্সে অবস্থিত স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন। শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন শেষে তিনি পুলিশ লাইন্সে শতবর্ষ ফলবাগানে ১টি ফলজ বৃক্ষের চারা রোপন করেন। তিনি পুলিশ লাইন্সের উন্নয়নমুলক কার্যক্রম পরিদর্শন করেন এবং কার্যক্রম চলমান রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
পুলিশ লাইন্স পরিদর্শন শেষে এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। পরিদর্শন শেষে তিনি চট্টগ্রাম রেলওয়ে জেলার থানা, ফাড়ী ও সামগ্রীকভাবে রেলওয়ে জেলার অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম সংক্রান্ত কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং নির্দেশনা প্রদান করেন। পরিদর্শনকালে চট্টগ্রাম রেলওয়ে জেলার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তিনি কর্মকর্তাদের সাথে মত বিনিময়কালে তাদেরকে রেলওয়ে জেলার আইনশৃঙ্খলা সমুন্নত রাখার জন্য দক্ষতার সাথে কাজ করার জন্য আহ্বান জানান এবং পাথর নিক্ষেপ রোধ, অপমৃত্যু রোধ এবং নিরাপদ যাত্রী পরিবহনের জন্য স্বাস্থ্য বিধি মেনে জনসচেনতামুলক কার্যক্রম, বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার জন্য নির্দেশ প্রদান করেন।