ঢাকা জেলায় টিআরসি পদে নিয়োগ পরীক্ষার শারীরিক মাপ ও কাগজ পত্র বাছাই সম্পন্ন

বিডিএফএন লাইভ.কম
গতকাল রোববার (২০ মার্চ) ঢাকা জেলার ঐতিহ্যবাহী মিল ব্যারাক পুলিশ লাইন্স মাঠে ঢাকা জেলার সু্যোগ্য পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন সরদার বিপিএম, পিপিএম এর সভাপতিত্বে গঠিত তিন সদস্যের একটি নিয়োগ বোর্ডের সমন্বয়ে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার শারীরিক মাপ ও কাগজ পত্র বাছাই সম্পন্ন হয়।
প্রাথমিক ভাবে বাছাইকৃত যোগ্য প্রার্থীদের কোন প্রকার আর্থিক লেনদেন এবং দালাল চক্রের সাথে যোগাযোগ থেকে বিরত থাকার জন্য পুলিশ সুপার অনুরোধ জানান।
এ সময় পুলিশ সুপার বলেন, শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে যোগ্যতম প্রার্থীকেই শুধুমাত্র নির্বাচিত করা হবে এবং অন্য কোন মাধ্যমে যোগাযোগ কিংবা তদবিরের ভিত্তিতে নিয়োগ হবে না।
তিনি ঢাকা জেলা পুলিশের সদস্যদের নিয়ে একটি স্বচ্ছ নিয়োগ উপহার দিতে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় নিয়োগ বোর্ডের সদস্য সহ ঢাকা জেলা পুলিশের সকল পর্যায়ের পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।