শিরোনাম

South east bank ad

বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য সহ মাদক ব্যাবসায়ী র‍্যাব ১১ কর্তৃক গ্রেফতার

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন   |   র‍্যাব

বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য সহ মাদক ব্যাবসায়ী র‍্যাব ১১ কর্তৃক গ্রেফতার

বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র‍্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১১, সিপিএসসি, নারায়ণগঞ্জ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ০১ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখ রাত ০৩.১০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন চানপুর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ২৯৮ (দুইশত আটানব্বই) বোতল ফেনসিডিলসহ ০১ জন ব্যক্তিকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত আসামী ১। সৈয়দ মোহাম্মদ হাসান (২৭), পিতা-সৈয়দ জহির উদ্দিন, সাং- সৈয়দপুর, পোষ্টঃ নতুন সাজের হাট, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী জানায় যে, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন যাবৎ অবৈধ মাদকদ্রব্য ফেনসিডিল বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা হতে কম মূল্যে ক্রয় করে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যহত থাকবে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: