জামিনে বের হয়ে অপরাধীরা বারবার অপরাধ করছে : র্যাব
 
                                                                                                অপরাধীরা গ্রেপ্তারের পর জামিনে বের হয়ে বারবার অপরাধে জড়িয়ে পড়ছে বলে জানিয়েছে র্যাব।
সোমবার সকালে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র্যাব-২ এর উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ নাজমুল্লাহেল ওয়াদুদ।
তিনি বলেন, গ্রেপ্তারের পর জামিন পেয়ে একই অপরাধীরা বারবার অপরাধ করছে। জেনেভা ক্যাম্পের চিহ্নিত মাদক ব্যবসায়ী বুনিয়া সোহেল আর চুয়া সেলিমকে একাধিকবার গ্রেপ্তার করা হলেও তারা জামিনে বেরিয়ে আবার অপরাধ করছে।
তাদের ধরতে অভিযান চলছে।
তিনি আরো বলেন, নির্বাচন ঘিরে অনেকেই পরিস্থিতি খারাপের চেষ্টা করছে, সেটিও নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
থানা থেকে লুট হওয়া অস্ত্র প্রসঙ্গে র্যাবের এই কর্মকর্তা বলেন, পুলিশের লুট হওয়া অস্ত্র কয়েক হাত বদল হওয়ায় বছর পার হলেও উদ্ধার করা সম্ভব হয়নি। অপরাধীরা এসব অস্ত্র দিয়ে অপরাধ করলেও নিয়ন্ত্রণে চেষ্টা করছে র্যাব।


 
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                   
                    
                  
 
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                             
                                                            