শিরোনাম

South east bank ad

১১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৩ অপরাহ্ন   |   র‍্যাব

১১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠার পর থেকেই দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, সন্ত্রাসবাদ দমন, মাদকবিরোধী অভিযান এবং সমাজবিরোধী কার্যক্রম প্রতিরোধে অসামান্য ভূমিকা রেখে চলেছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে র‌্যাবের সাফল্য উল্লেখযোগ্য। প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র‌্যাব বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার এবং চিহ্নিত মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করছে। এতে সমাজে মাদকের ভয়াল থাবা প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখছে এ বাহিনী।

এরই ধারাবাহিকতায় গতকাল ৩১/০৮/২০২৫ তারিখ ভোর আনুমান ০৪.৩০ ঘটিকায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন গদাবাগ এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে আনুমানিক ৩৩,০০,০০০/- (তেত্রিশ লক্ষ) টাকা মূল্যমানের ১১০ কেজি গাঁজাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোঃ ইউনুস (৩৩), পিতা- একুব আলী হাওলাদার, সাং- বাদল পাড়া, চরামদ্দি, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল, এ/পি সাং- বাপ্পি হাজীর বাড়ী, আড্ডা রেষ্টুরেন্ট গলি, গদাবাগ, থানা- কেরানীগঞ্জ মডেল, জেলা- ঢাকা বলে জানা যায়।

প্রকাশ থাকে যে, গ্রেফতারকৃত ব্যক্তি পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন যাবৎ অবৈধভাবে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক মামলা রুজু করতঃ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাবের গোপন তথ্যভিত্তিক অভিযান, চৌকস পরিকল্পনা ও পেশাদারিত্বের ফলে প্রতিনিয়তই দেশে বড় বড় অপরাধ চক্র ভেঙে পড়ছে। বিশেষ করে মাদকবিরোধী অভিযানে র‌্যাবের সফলতা অত্যন্ত প্রশংসনীয়। নিয়মিত অভিযানে বিপুল পরিমাণ গাঁজা, ইয়াবা, ফেনসিডিল ও অন্যান্য নিষিদ্ধ মাদক উদ্ধার এবং পেশাদার মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে র‌্যাব দেশের যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষায় নিরলস কাজ করে যাচ্ছে।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: