ঈশ্বরগঞ্জে নকল বিড়িসহ তিন ব্যবসায়ী আটক

এইচ এম জোবায়ের হোসাইন (ময়মনসিংহ):
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে র্যাব-১৪ অভিযান পরিচালনা করে উপজেলার আঠারবাড়ি বাজার থেকে ৪১ বস্তা নকল ব্যান্ডরোলযুক্ত আলম বিড়িসহ তিন ব্যবসায়ীকে আটক করেছে।
বৃহস্পতিবার ভোরে উপজেলার আঠারবাড়ির একটি গোডাউনে অভিযান পরিচালনা করেন র্যাব-১৪ এর সিনিয়র এএসপি বেলায়েত হোসেন। আটককৃতরা হলেন- কুষ্টিয়া জেলার আরকান্দি গ্রামের সোহেল আলী বাপ্পি, হাসান আলী এবং শাহানুর রহমান।
র্যাব-১৪ এর সিনিয়র এএসপি বেলায়েত হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪১ বস্তা প্রায় ১৬ লক্ষ ৪০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত আলম বিড়ি জব্দ করা হয়। সেই সাথে তিনজনকে আটক করা হয়েছে। সরকারের শুল্ক ও কর ফাঁকি দিয়ে এই চক্রটি দীর্ঘদিন ধরে কুষ্টিয়া থেকে এসে ঈশ্বরগঞ্জের বিভিন্ন বাজারে নকল বিড়ি বাজারজাত করছিল। তাদের বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।