যৌথবাহিনীর অভিযানে সাত দিনে গ্রেপ্তার ৩৮
রাজধানীসহ সারা দেশে গত সাত দিন অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৮ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সহকারী পরিচালক রাশেদুল আলম খান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৩ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
এতে আরও বলা হয়, দেশের বর্তমান প্রেক্ষাপটে সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই বারাবাহিকতায়, গত ১৩ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিটসমূহ কর্তৃক অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বেশকিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়।
এসব যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, মাদকাসক্তসহ, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরাকারবারিসহ মোট ৩৮ জন অপরাধীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১১টি অবৈধ আগ্নেয়াস্ত্র, ৪৪ রাউন্ড বিভিন্ন ধরনের গোলাবারুদ, ৮টি ককটেল, দেশি-বিদেশি মাদকদ্রব্য, দেশি-বিদেশি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
আটকদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।
এতে আরো বলা হয়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল কার্যক্রম ও নিরাপত্তা অভিযান পরিচালনা করছে। পাশাপাশি, শিল্পাঞ্চলে উদ্ভুত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী যথাযথভাবে দায়িত্ব পালন করছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


