শিরোনাম

South east bank ad

সীমান্তেই জব্দ বেশির ভাগ অস্ত্র

 প্রকাশ: ০৩ জানুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন   |   বিজিবি

সীমান্তেই জব্দ বেশির ভাগ অস্ত্র
বিদায়ি বছরের শেষ মাসে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর টানা অভিযানে উল্লেখযোগ্য পরিমাণ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক সামগ্রী জব্দ হয়েছে। ২৭ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিজিবি, র‌্যাব ও পুলিশের পৃথক ছয়টি অভিযানে ১০টি বিদেশি আগ্নেয়াস্ত্র, ৪৩ রাউন্ড গুলি, ১৫টি ম্যাগাজিন এবং ২ দশমিক ১৫ কেজি গানপাউডারসহ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। এসব অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রের বেশির ভাগই সীমান্ত এলাকা থেকে জব্দ হয়েছে।

জেলার পাঁচটি উপজেলার মধ্যে চারটিই সীমান্তঘেঁষা। নদী-সীমান্তসহ বিস্তৃত এই এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিজিবির তিনটি ব্যাটালিয়ন—চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি), মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) ও নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। পাশাপাশি মাঠ পর্যায়ে সক্রিয় রয়েছে পুলিশ ও র‌্যাব এবং প্রায় দেড় বছর ধরে সেনাবাহিনীও সহায়তা দিচ্ছে।

বিজিবি কর্মকর্তারা জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কায় সীমান্ত দিয়ে অস্ত্র চোরাচালান হতে পারে— এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি ও অভিযান জোরদার করা হয়।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর সীমান্তে তৎপরতা আরো বাড়ানো হয়, যার ফলেই বড় একটি চালান জব্দ সম্ভব হয়েছে।

পুলিশ জানায়, ১ ডিসেম্বর চাঁপাইনবাবগঞ্জ শহরের উপকণ্ঠে পুরনো মহানন্দা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে একটি আমেরিকান পিস্তল, পাঁচ রাউন্ড গুলি ও দুটি ম্যাগাজিনসহ শিবগঞ্জ সীমান্তের এক যুবককে গ্রেপ্তার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে এবং তদন্ত চলছে।’

৫৩ বিজিবি অধিনায়ক লে. কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ‘গত ২৩ ডিসেম্বর শিবগঞ্জ সীমান্তে ২টি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন জব্দ হয়।
গত ১৫ ডিসেম্বর মনোহরপুর সীমান্তে ৪টি আমেরিকান পিস্তল, ২৪ রাউন্ড গুলি ও ৯টি ম্যাগাজিন পাওয়া যায়।’

৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘গত ২৭ নভেম্বর চকপাড়া সীমান্তে ৩টি বিদেশি ওয়ান শ্যুটারগান ও ৬ রাউন্ড গুলি জব্দ হয়।’

তিনি আরো বলেন, ‘দায়িত্বপূর্ণ ৭৫ কিলোমিটার সীমান্তজুড়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।’

র‌্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি মো. ফাহাদ বলেন, ‘গত ২৮ ডিসেম্বর শিব্গঞ্জ সীমান্তের দুর্লভপুরে ২ কেজি ১৫০ গ্রাম গানপাউডার ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম জব্দ হয়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে দ্রুত তাদের আটক করা হবে।


এ ছাড়া ৩১ ডিসেম্বর নাচোলে বিপুল দেশি অস্ত্রের সাথে ৩ রাউন্ড গুলি ও জব্দ করে র‌্যাব।
BBS cable ad