শিরোনাম

South east bank ad

মেরিন ড্রাইভে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

 প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০৯:৫৮ পূর্বাহ্ন   |   দেশ

মেরিন ড্রাইভে ১০ হাজার ইয়াবাসহ সিএনজি চালক আটক

কক্সবাজারের টেকনাফ শীলখালী অস্থায়ী চেকপোস্টে সিএনজিচালিত অটোরিকশা করে পাচারের সময় ১০ হাজার পিস ইয়াবাসহ এক চালককে আটক করেছে বিজিবি।

শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়ার ৬৪-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন।

আটক সিএনজিচালিত অটোরিকশা চালকের নাম মোহাম্মদ শফিক (২৩)। তিনি টেকনাফ থানার পুরান পল্লানপাড়া এলাকার বাসিন্দা।

বিজিবি জানায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে টেকনাফ থেকে কক্সবাজারগামী একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা শীলখালী চেকপোস্টে পৌঁছালে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের সিটের নিচে লুকানো অবস্থায় ১০ হাজার ইয়াবা পাওয়া যায়। পরে সিএনজিসহ চালক শফিককে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শফিক জানান, টেকনাফের সাবরাং এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে কক্সবাজারে পৌঁছে দিলে তাকে ৩০ হাজার টাকা দেওয়ার কথা ছিল।

উখিয়ার ৬৪-বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জসীম উদ্দিন বলেন, মাদক সরবরাহকারী ও সংশ্লিষ্ট চোরাকারবারিদের শনাক্তে গোয়েন্দা নজরদারি আরো বাড়ানো হয়েছে। উদ্ধার করা ইয়াবা, জব্দ সিএনজি এবং আটক ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে টেকনাফ থানায় হস্তান্তর করা হবে।

তিনি আরো বলেন, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad