বান্দরবান সীমান্তে মিয়ানমার সেনা ও বিজিপির ৫ সদস্য আটক
বান্দরবানে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে মিয়ানমার সীমান্ত রক্ষীবাহিনীর (বিজিপি) চার সদস্য ও দেশটির সেনাবাহিনীর এক সদস্য বিজিবির হাতে আটক হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গতকাল দুপুরে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ৪২ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন গাছবুনিয়া পাড়া থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাশরুরুল হক।
আটককৃতরা হলেন মিয়ানমারের শান রাজ্যের মোমেক শহরের বাসিন্দা ও বিজিপির সেকেন্ড ইন্সপেক্টর কো কো সাইন (৩৫), মিয়ানমারের আয়াওয়ার্দি রাজ্যের প্যান তানাউ শহরের বাসিন্দা ও বিজিপি সদস্য সোয়েথুরা (৩৮), মিয়ানমারের আওয়ার্দি রাজ্যের মাগাতুতাও শহরের বাসিন্দা ও বিজিপি সদস্য অং সান হতু (২৫), মিয়ানমারের আয়াওয়ার্দি রাজ্যের বাসিন্দা ও বিজিপি সদস্য কিয়াও জায়ের লিন (৩২) এবং মিয়ানমারের ইয়াঙ্গুন রাজ্যের বাসিন্দা ও জান্তা সেনাবাহিনীর সদস্য মিন মিনও (৪১)।
গতকাল দুপুরে স্থানীয় পাড়াবাসীর কাছে আশ্রয় নেন মিয়ানমারের সেনা ও বিজিপির পাঁচ সদস্য। পরে খবর পেয়ে বিজিবির টহল দল তাদের আটক করে বিওপিতে নিয়ে যায়।
নাইক্ষ্যংছড়ির ইউএনও মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘটনাটি সত্যি। আটক ব্যক্তিদের বিজিবির হেফাজতে নেয়া হয়েছে।’
ওসি মাশরুরুল হক জানান, মিয়ানমারের পাঁচ ব্যক্তিকে আটক করে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের দায়ে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।


