শিরোনাম

South east bank ad

মেহেরপুরে অবৈধ অস্ত্রসহ অনলাইন জুয়ার ‘হোতা’ আটক

 প্রকাশ: ০৮ জানুয়ারী ২০২৬, ০১:০৪ অপরাহ্ন   |   দেশ

মেহেরপুরে অবৈধ অস্ত্রসহ অনলাইন জুয়ার ‘হোতা’ আটক

মেহেরপুরের মুজিবনগরে অবৈধ অস্ত্রসহ বিল্লাল হোসেন কটা (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোরে মেহেরপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল এ অভিযান পরিচালনা করে। এ সময় উপজেলার যতারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটক বিল্লাল ওই গ্রামের মৃত মাদার আলী বিশ্বাসের ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৫টার দিকে মেজর এম এ এন রওশন আলমের নেতৃত্বে সেনাবাহিনীর সদস্যরা যতারপুর গ্রামে বিল্লাল হোসেন ওরফে কটার বাড়িতে অভিযান চালান। এ সময় তার শয়নকক্ষের ওয়ারড্রোব থেকে ৭.৬৫ মিলিমিটার বোরের একটি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তিকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে সূত্র জানায়।

জানা গেছে, বিল্লাল হোসেন ওরফে কটা এলাকায় অনলাইন জুয়ার অন্যতম মূল হোতা হিসেবে পরিচিত।
অনলাইন জুয়া ও সংশ্লিষ্ট অভিযোগে এর আগেও তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়েছে। একই অভিযোগে তাকে ঢাকায় সিআইডি দপ্তরে তলব করা হয়েছিল।

BBS cable ad