South east bank ad

রাজবাড়ীতে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

 প্রকাশ: ১৬ জুন ২০২১, ০৮:৩২ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

রাজবাড়ীতে ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট  দিলসাদ বেগমের নির্দেশনায় ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সরকার আব্দুল্লাহ আল মামুন বাবুর তত্ত্বাবধানে মঙ্গলবার রাজবাড়ী সদরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। 

মো. আসাদুজ্জামান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে  গোয়ালন্দ মোড়ের  তেল পাম্পগুলোতে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। 

সপ্তবর্ণা ফিলিং স্টেশনকে পরিমানে কম দিয়ে ফুয়েল গ্রহীতাদের ঠকানোর জন্য ওজন ও পরিমাপ  মানদণ্ড আইন ২০১৮-এর ২৯ ধারা লংঘনের দায়ে একই আইনের ৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।  

সহযোগিতা করেন প্রসিকিউটর উৎপল কুমার, পরিদর্শক, বি এস টি আই, ফরিদপুর। শৃঙ্খলা রক্ষায় ছিল মো. রিপন, এএসআই, -এর নেতৃত্বে রাজবাড়ী সদর থানা পুলিশের একটি টিম।

জনগণের স্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: