শিরোনাম

South east bank ad

মানিকগঞ্জে জেলা ব্র্যান্ডবুক বাউলিয়ার মোড়ক উন্মোচন

 প্রকাশ: ২২ জুন ২০২১, ০৬:২১ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

মানিকগঞ্জে জেলা ব্র্যান্ডবুক বাউলিয়ার মোড়ক উন্মোচন

গতকাল সোমবার ২১ জুন ২০২১ইং তারিখ জেলা ব্র্যান্ডবুক "বাউলিয়া"-এর মোড়ক উন্মোচন করা হয়েছে।"লোক সংগীত আর হাজারী গুড়, মানিকগঞ্জের প্রাণের সুর" শীর্ষক স্লোগানে মানিকগঞ্জ জেলার লোকগান আর কৃষ্টিকে প্রাধান্য দিয়ে এই নাম দেওয়া হয়েছে।
দীর্ঘ এক বছরের পরিশ্রম, মেধা আর সমস্ত সৃজনশীলতা দিয়ে তৈরি করা হয়েছে এই ব্র্যা্ন্ড বুক "বাউলিয়া"।
জেলা প্রশাসকসহ প্রশাসনের সব কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সুশীল মহলের অংশগ্রহণ ও মুল্যবান মতামতের ভিত্তিতে জেলাকে দেশে ও দেশের বাইরে উপস্থাপন করতেই এ ব্র্যান্ডবুক তৈরি করা হয়েছে।
গতকাল সোমবার সম্মেলন কক্ষে এই "বাউলিয়া" -এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজিত হয়।
জেলার গন্যমান্য ব্যক্তি, সাংবাদিক, সুশীলসমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে এই বাউলিয়া বইয়ের মোড়ক উন্মোচন করেন।
ফোটো অ্যালব্যাম আর অসাধারন বাইন্ডিং ও প্রচ্ছদে ব্র্যান্ডবুকটিতে জেলার বিখ্যাত ব্যক্তি, স্থাপনা, নিদর্শন, জায়গা, খাবার, শিল্প ও সাংস্কৃতিক চিত্র, মুক্তিযুদ্ধকে তুলে ধরা হয়েছে। 
এ বইয়ে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যম রয়েছে যা বিদেশেও মানিকগঞ্জ জেলাকে রিপ্রেজেন্ট করে।এই বাউলিয়া বইয়ের মূল্য ধরা হয়েছে দুই হাজার টাকা।বাউলিয়া বইটি শকুন্তলা প্রকাশনা প্রতিষ্ঠান থেকে বের করা হয়েছে।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: