শিরোনাম

South east bank ad

কুষ্টিয়া হাসপাতালে করোনা সংকটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১০:২৯ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

কুষ্টিয়া হাসপাতালে  করোনা সংকটে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অদ্য ১৪ জুলাই কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সভাকক্ষে  করোনা সংকটে-মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবউল আলম হানিফ এম.পি । প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অক্সিজেনের অভাবে কোন রুগীর যেন মৃত্যু না ঘটে। একজন ব্যক্তিও যেন বিনা চিকিৎসায় না মরে সেদিকে তৎপর থাকতে হবে এবং শতভাগ স্বাস্থ্যবিধি মানতে হবে। তিনি আরও বলেন জীবিকার চেয়ে জীবনের মুল্য অনেক বেশী এই বোধ সাধারণ মানুষের মাঝে সৃষ্টি করতে হবে।
কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেনের সভাপতিত্বে উক্ত সভায় আরো বক্তব্য রাখেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি, জেলা প্রশাসক সাইদুল ইসলাম,পুলিশ সুপার মোঃ খাইরুল আলাম, কুষ্টিয়া জেলা পরিষদ চেয়ারম্যান হাজী রবিউল ইসলাম, সিভিল সার্জন ডাঃ এইচ এম আনোয়ারুল ইসলাম প্রমুখ।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: