South east bank ad

ফরিদপুরে জেলা-ব্র্যান্ডিং বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২১, ০৩:৪৭ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

ফরিদপুরে জেলা-ব্র্যান্ডিং বিষয়ে অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
জেলা-ব্র্যান্ডিং কার্যক্রমের সক্ষমতা উন্নয়ন, সম্প্রসারণ এবং গতিশীলতা আনয়নের জেলা পর্যায়ে সংশ্লিষ্ট অংশীজন সমন্বয়ে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ১১ সেপ্টেম্বর, ২০২১ইং শনিবার অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উক্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য ও শুভ উদ্বোধন করেন ড. মো. আব্দুল মান্নান পিএএ প্রকল্প পরিচালক, এটুআই। ওই কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার। জেলা-ব্র্যান্ডিং বিষয়ে জুম ক্লাউড অ্যাপসের মাধ্যমে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সঞ্চালনায় জেলা ব্র্যান্ডিং- ইকমার্স , জেলা ব্র্যান্ডিং ইন্টিগ্রেশন ও পণ্য-সেবা ই-কমার্স প্লাটফর্মে আপলোড ও সমন্বয় সংক্রান্ত বিষয়ে বক্তব্য দেন মোহাম্মদ শামছুজ্জামান, উপসচিব ও কনসালটেন্ট এটুআই।
জেলা ব্র্যান্ডিং উন্নয়ন সংক্রান্ত উদ্যোক্তাদের ইকমার্স এবং অলাইন মার্কেট উন্নয়নে করণীয় এবং তাদের ভূমিকা বিষয়ে বক্তব্য দেন মোহাম্মদ শামছুজ্জামান, উপসচিব ও কনসালটেন্ট এটুআই। গ্রামীণ-আঞ্চলিক অর্থনীতির গতি সঞ্চারে জেলা ব্র্যান্ডিংয়ের অংশীদারিত্বমূলক প্রভাব ও জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের উন্নয়নে জেলা ব্র্যান্ডিং উদ্যোক্তার ও ইউডিসি উদ্যোক্তার ভূমিকা সংক্রান্ত বক্তব্য দেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, যুগ্মসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ ও যুগ্ম প্রকল্প পরিচালক, এটুআই। বাংলাদেশের অর্থনীতির গতি সঞ্চারে জেলা ব্র্যান্ডিং কার্যক্রমে পর্যটনের অবদান ও করণীয় সম্পর্কে বক্তব্য  দেন আবু তাহির মুহাম্মদ জাবের যুগ্ম সচিব, ও পরিচালক বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। জেলা ব্র্যান্ডিং বিষয়ক অগ্রগতির উপস্থাপনা, তিন বছরের কর্মপরিকল্পনা, উদ্যোক্তার তালিকাভূক্তি চূড়ান্তকরণ সংক্রান্ত বক্তব্য দেন দৌলতুজ্জামান খান, উপসচিব ও স্পেশালিস্ট এটুআই।
একশপ ও ইকমার্সের ধারণা দেওয়া, একশপ ও ইকমার্সের আপলোড ব্যবহারিক পর্ব, ব্র্যান্ডিং উদ্যোক্তার তালিকা চূড়ান্তকরণ, খসড়া ত্রিবার্ষিক কর্মপরিকল্পনা চূড়ান্তকরণ, অংশীজনদের জেলা ব্র্যান্ডিং কার্যক্রমে সম্পৃক্তকরণ, মার্কেটিং কৌশল সম্পর্কে ব্র্যান্ডিং উদ্যোক্তাকে ধারণা দেওয়া, জেলা ব্র্যান্ডিংয়ের সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠাণের সমন্বয় করানোএবং জেলা ব্র্যান্ডিং কার্যক্রমের সর্বোপরি উন্নয়ন ছিল প্রশিক্ষণের উদ্দেশ্য।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: