শিরোনাম

South east bank ad

জয়পুহাটে ডাকাতি প্রস্তুতিকালে এ্যাম্বুলেন্স ও বিপুল পরিমানে দেশীয় অস্ত্র উদ্ধারসহ আটক ৫

 প্রকাশ: ১৭ জুলাই ২০২১, ০৭:০২ অপরাহ্ন   |   জেলা পুলিশ

জয়পুহাটে ডাকাতি প্রস্তুতিকালে এ্যাম্বুলেন্স ও বিপুল পরিমানে দেশীয় অস্ত্র উদ্ধারসহ আটক ৫

জয়পুরহাট জেলার সদর থানা পুলিশ কর্তৃক গত ১৬-০৭-২০২১খ্রিঃ শুক্রবার রাত্রী ২৩.৩০ ঘটিকায় জয়পুরহাট সদর থানার জামালপুর ইউনিয়নের দাদড়া এলাকায় ডাকাতি প্রস্তুতিকালে একটি এ্যাম্বুলেন্স ও দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ০৫(পাঁচ) জন সদস্যকে গ্রেফতার করে জয়পুরহাট সদর থানা পুলিশ। 
জয়পুরহাট জেলা পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা(পিপিএম) এর সার্বিক তত্ত্বাবধানে ও দিক নির্দেশনায় একেএম আলমগীর জাহান, অফিসার ইনচার্জ, সদর থানা, জয়পুরহাট এর নেতৃত্বে জয়পুরহাট থানার জামালপুর ইউনিয়নের দাদড়া এলাকার জয়পুরহাট টু ক্ষেতলাল সড়কের  পাকারমাথা নামক এলাকায় রশি বেধে বেরিকেড দিয়ে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছে উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে  ১টি রামদা, ১টি চাইনিজ কুড়াল, ৩টি ধারালো ছুড়ি, ১টি লোহার চাপাতি, ৩টি লোহার পাইপ, ১টি কাঠের লাঠি,  ১টি ২৫ ফুট লম্বা সাদা-কালো লাইলনের দড়ি, স্বপ্ন এন্ড তুবা নামে একটি এ্যাম্বুলেন্স ( রেজি: ঢাকা মেট্রো-চ-১১-২১৪৮) এবং ৬টি মোবাইল সেট উদ্ধার পূর্বক ০৫ জনকে করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- ০১। মোঃ আবির হাসান(২৬), পিাতা- মোঃ মন্টু হোসেন, গ্রাম-হাড়াইল(বাবুপাড়া), ২। মোঃ রনি আকরাম(২৭), পিতা-মোঃ আঃআলিম, গ্রাম-সোটাহার উত্তরপাড়া, ৩। মোঃ নয়ন(২৯), পিতা- মৃত আফজাল হোসেন, গ্রাম- হানাইল বম্বু, ৪। মোঃ খুশিবুজ্জামান খুশিব(২৪), পিতা- মোঃ বকুল বিয়া, গ্রাম-হাড়াইল বাবুপাড়া, সর্ব থানা ও জেলা- জয়পুরহাট এবং ৫। মোঃ হাবিবুর রহমান বাশার(২৭), পিতা- মৃত মোজাহার আলী, স্থায়ী- গ্রাম-ছোট মানুষমোড়া, থানা-বিরামপুর, জেলা-দিনাজপুর বর্তমান আরাফাতনগর,জয়পুরহাট।
BBS cable ad

জেলা পুলিশ এর আরও খবর: