শিরোনাম

South east bank ad

জর্ডানে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

 প্রকাশ: ১৬ জুন ২০২৫, ০৯:৫৭ পূর্বাহ্ন   |   দূতাবাস

জর্ডানে বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ


ইরান-ইসরায়েল যুদ্ধের পরিপ্রেক্ষিতে জর্ডানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের চলাফেরায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। বিশেষ করে রাতে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

রবিবার (১৫ জুন) এক বিশেষ বিজ্ঞপ্তিতে দূতাবাস এ আহ্বান জানায়।

এতে উল্লেখ করা হয়েছে, জর্ডানের স্থানীয় কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনায় যে কোনো সময় নিরাপত্তা সতর্কতা জারি করতে পারে। সে কারণে বাংলাদেশিদের স্থানীয় প্রশাসনের নির্দেশনা ও সতর্কতামূলক বার্তা যথাযথভাবে অনুসরণ করতে বলা হয়েছে। কর্তৃপক্ষ সাইরেন বাজালে তাৎক্ষণিকভাবে কাছাকাছি নিরাপদ আশ্রয়ে অবস্থান করার পরামর্শও দেওয়া হয়েছে।  

জরুরি প্রয়োজনে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগের জন্য একাধিক হটলাইন নম্বর চালু রাখা হয়েছে।  

এক বিবৃতিতে দূতাবাস জানিয়েছে, জরুরি প্রয়োজনে : +৯৬২৭৮১৬৪০০৮১ (হোয়াটসঅ্যাপ ও ইমো) এই নম্বরে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।

জর্ডানে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস এই সংকট সময়ে সব বাংলাদেশি প্রবাসীকে সচেতন ও সতর্ক থেকে চলাফেরা করার পাশাপাশি যে কোনো প্রয়োজনে দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখার অনুরোধ জানিয়েছে।
BBS cable ad

দূতাবাস এর আরও খবর: