সিলেটে ডিবির অভিযানে মাদক ব্যবসায়ি গ্রেফতার

বিডিএফএন লাইভ.কম
আজ মঙ্গলবার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে মহানগর গোয়েন্দা পুলিশ পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই(নিঃ)/ মোঃ আব্দুস সালাম, সঙ্গীয় কং/১৬৬০ হোসেন চৌধুরী,কনস্টেবল/৭৩৬ উত্তম রায়, কনস্টেবল/১২৯৯ আনোয়ার হোসেন দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন মহাজনপট্টি গলিস্থ ফেন্সী লকঘরের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। মোঃ সাহেদ আহমেদ চৌধুরী (৪২), পিতা- মৃতঃ আফতাব উদ্দিন চৌধুরী, মাতা- মৃতঃ ছায়া বেগম, সাং-চারাবই, ডাকঘর- বালিংগাবাজার, থানা-বিয়ানীবাজার, জেলা- সিলেট, বর্তমানে- পুষ্পায়ন ০৪, মেইন রোড সংলগ্ন, বালুচর আ/এ, থানা-শাহ্ পরাণ (রহ:), জেলা-সিলেট নামীয় এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন।
গ্রেফতারকালে উক্ত আসামীর হেফাজাত হতে ১২ (বার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, সিলেট শহরের কাষ্টঘর এলাকা হতে উক্ত ইয়াবা ট্যাবলেট পাইকারী দরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে।
উক্ত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।