South east bank ad

অবতারদের আগমনে অত্যাচারীদের পতন হয়: খাদ্যমন্ত্রী

 প্রকাশ: ৩১ অগাস্ট ২০২১, ০৪:২৯ পূর্বাহ্ন   |   মন্ত্রী

অবতারদের আগমনে অত্যাচারীদের পতন হয়: খাদ্যমন্ত্রী

যুগে যুগে অত্যাচারীদের অত্যাচার বৃদ্ধি পায় আবার অবতারদের আগমনে সে অত্যাচারীদের পতনও হয় বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

সোমবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় নওগাঁর নিয়মাতপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভায় ভার্চুয়ালি খাদ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

সাধন চন্দ্র মজুমদার আরো বলেন, যখন কংশরাজের অন্যায় অত্যাচার বৃদ্ধি পেয়েছিল, ঠিক সে সময় ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল। অত্যাচারীদের বিনাশ করেছিল। কংশরাজ জানতেন তার নিকটাত্মীয় বা ভগ্নিরগর্ভে যে ছেলে সন্তান জন্ম নেবে সে তাকে ধ্বংস করবে। তাই দেবকি ও তার স্বামীকে কংশরাজ মথুরার কারাগারে বন্দি করে রেখেছিলেন। তাদের বন্দি করে রাখার কারণে দেবকির সাতটি সন্তানকে কংশরাজ জন্মের পরই হত্যা করে। অষ্টম গর্ভের সন্তান এই ভগবান শ্রী কৃষ্ণ। সে ধ্বংস করেছিল কংশরাজকে। প্রতিষ্ঠা করেছিল শান্তি।


BBS cable ad