বিআইবিএমের মহাপরিচালক হলেন এজাজুল ইসলাম
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর নতুন মহাপরিচালক (ডিরেক্টর জেনারেল) হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. মো. এজাজুল ইসলাম। ব্যাংকিং ও মুদ্রানীতি খাতে দীর্ঘ অভিজ্ঞতা ও গবেষণাভিত্তিক নেতৃত্বের কারণে তার এই নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
বিআইবিএমে যোগদানের আগে ড. এজাজুল ইসলাম বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গ্রেড-১) হিসেবে কর্মরত ছিলেন এবং মুদ্রানীতি বিভাগের দায়িত্ব পালন করেন। তিনি মুদ্রানীতি কমিটি, বৈদেশিক মুদ্রা নিলাম কমিটি এবং মানি মার্কেট অপারেশন কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
বাংলাদেশ ব্যাংকে তার কর্মজীবন তিন দশকেরও বেশি সময়ের। এ সময়ে তিনি দেশের মুদ্রা ও সামষ্টিক অর্থনৈতিক নীতি প্রণয়ন ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। মুদ্রানীতি ও রাজস্বনীতি, বিনিময় হার নীতি এবং সুদের হার নীতিসহ বিভিন্ন নীতিগত ক্ষেত্রে তাঁর অবদান উল্লেখযোগ্য।
বিশেষভাবে তিনি দেশের মুদ্রানীতি কাঠামো আধুনিকীকরণে নেতৃত্ব দেন।
ইন্টারেস্ট রেট করিডর চালু, তারল্য ব্যবস্থাপনা শক্তিশালী করা এবং মানি মার্কেট অপারেশনের উপকরণ ও কার্যক্রম সহজীকরণে তাঁর ভূমিকা প্রশংসিত হয়েছে।
ড. এজাজুল ইসলাম দেশি ও বিদেশি রেফারিড জার্নালে অর্থনীতি, ঋণ, দেনা, বিনিময় হার, ব্যাংকিং ও সুদের হারসহ আর্থিক ও সামষ্টিক অর্থনৈতিক বিষয়ে ৩৫টিরও বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন। তিনি মুদ্রা অর্থনীতিতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন।
কর্মদক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনি ২০১৩ সালে বাংলাদেশ ব্যাংক গোল্ড মেডেল ‘এমপ্লয়িজ রিকগনিশন অ্যাওয়ার্ড’ লাভ করেন।


