শিরোনাম

South east bank ad

নান্দনিক জাহাজ বানাচ্ছে বাংলাদেশ

 প্রকাশ: ২১ নভেম্বর ২০২৫, ০৯:৪০ পূর্বাহ্ন   |   নৌবাহিনী

নান্দনিক জাহাজ বানাচ্ছে বাংলাদেশ


সংযুক্ত আরব আমিরাতে একসঙ্গে তিনটি ল্যান্ডিং ক্রাফট জাহাজ রপ্তানি করছে চট্টগ্রামভিত্তিক জাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেড। গতকাল ক্রেতা প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের কর্মকর্তাদের কাছে মায়া, এমি এবং মুনা নামের জাহাজ তিনটি হস্তান্তর করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আবদুল্লাহ আলহমৌদি এবং বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুর রহিম খান। ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে হয় এ অনুষ্ঠান। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন সোহেল হাসান  বলেন, ২০২৩ সালে ওয়েস্টার্ন মেরিন সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান মারওয়ান শিপিং লিমিটেডের সঙ্গে ৮টি জাহাজ নির্মাণের চুক্তি করে। যার মধ্যে রয়েছে ২টি টাগবোট, ৪টি ল্যান্ডিং ক্রাফট এবং ২টি ট্যাংকার। চুক্তির আওতায় ১টি ল্যান্ডিং ক্রাফট এবং ২টি টাগবোটসহ মোট ৩টি জাহাজ আগেই রপ্তানি করা হয়েছিল।

সর্বশেষ ৩টি ল্যান্ডিং ক্রাফট হস্তান্তর করা হয়েছে। বাকি ২টি জাহাজ নির্মাণ শেষ হলে আগামী বছর হস্তান্তর করা হবে।
BBS cable ad

নৌবাহিনী এর আরও খবর: