শিরোনাম

South east bank ad

ফরিদপুরের নতুন এসপি মারুফাত হুসাইন

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন   |   পুলিশ

ফরিদপুরের নতুন এসপি মারুফাত হুসাইন


ফরিদপুর জেলার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মারুফাত হুসাইন। তিনি এর আগে দিনাজপুর জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে তার বদলির বিষয়টি জানানো হয়।


বিসিএস ২৫তম (পুলিশ) ব্যাচের কর্মকর্তা মারুফাত হুসাইন চলতি বছরের ফেব্রুয়ারিতে দিনাজপুরের এসপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মাত্র সাত মাসের কর্মকালে মাদক বিরোধী অভিযান, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জনবান্ধব পুলিশিংয়ের জন্য তিনি জেলায় ব্যাপক প্রশংসা কুড়ান।

এর আগে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর নাটোর জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন পান তিনি। দায়িত্ব পালনে নিষ্ঠা, পেশাদারিত্ব ও সততার কারণে একাধিকবার রাজশাহী রেঞ্জেরর সেরা এসপির পুরষ্কার পান।
 
ফরিদপুরে যোগদান করে তিনি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় ও জননিরাপত্তা আরও জোরদার করবেন বলে স্থানীয়রা আশা করছেন।
 
BBS cable ad