শিরোনাম

South east bank ad

থানার শৌচাগারে এসআইয়ের লাশ

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫, ০২:২৬ অপরাহ্ন   |   পুলিশ

থানার শৌচাগারে এসআইয়ের লাশ

নগরের চকবাজার থানার শৌচাগার থেকে মো.অহিদুর রহমান নামের এক পুলিশ উপ-পরিদর্শকের (এসআই) লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) সকাল ১১টার দিকে ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। তিনি নোয়াখালীর কবির হাট থানার বনি দত্ত এলাকার মো.শহীদুল্লাহ’র ছেলে।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) নাজের হোসাইন বাংলানিউজকে বলেন, রাতে থানায় ডিউটি করে সকাল নয়টার দিকে বাসায় চলে গিয়েছিলাম। এসময় ওসি কল দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে আসতে বলেন। সেখানে গিয়ে এসআই মো.অহিদুর রহমানের মৃত্যুর ঘটনা জেনেছি।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার দুপুরে সাড়ে ১২টার দিকে এসআই মো.অহিদুর রহমানকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। কিভাবে মৃত্যু হয়েছে-তা ময়নাতদন্তে জানা যাবে।

এ বিষয়ে জানতে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তারা সাড়া দেননি।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপ-কমিশনার মো. আলমগীর জানান, রাতের ডিউটি শেষে সকালে শৌচাগারে গোসল করতে ঢুকেছিল। পরে সেখানে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। অহিদুর আগে বরিশাল ছিল। তার পরিবারও বরিশালে থাকে। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে রয়েছে।

BBS cable ad