শিরোনাম

South east bank ad

ওসমান হাদির মামলার বিষয়ে বিকেলে ডিএমপির ব্রিফিং

 প্রকাশ: ০৬ জানুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন   |   পুলিশ

ওসমান হাদির মামলার বিষয়ে বিকেলে ডিএমপির ব্রিফিং

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার অগ্রগতি জানাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে এ বিষয়ে ব্রিফিং করা হবে।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম কথা বলবেন। আজ ওসমান হাদি হত্যা মামলার চার্জশিট দেওয়ার বিষয়ে জানানো হতে পারে বলে জানা গেছে।

এদিকে গতকাল সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় চার্জশিট আগামী ৭ জানুয়ারির মধ্যে দেওয়া হবে। এরই মধ্যে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং অন্তর্বর্তী সরকারের মেয়াদেই ন্যায়বিচার নিশ্চিত করা হবে।

BBS cable ad

পুলিশ এর আরও খবর: