ফরিদপুর থেকে মানব পাচার চক্রের একজন সদস্য আটক করেছে র্যাব-৮

জাকির হোসেন (সালথা):
ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রথখোলা যৌন পল্লীর ভিতর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ২৭ জুলাই রাতে মোঃ আদল কাজী(৫০), নামক এক মানব পাচারকারী চক্রের সদস্যকে আটক করেছে র্যাব-৮ এর একটি অভিযানিক দল। মোঃ আদল কাজী ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পূর্ব গঙ্গাবর্দী গ্রামের মৃত ইমাম কাজীর ছেলে।
জানা যায়, দীর্ঘদিন ধরে উক্ত ব্যক্তি বিভিন্ন জেলা হতে সহজ-সরল মেয়েদের মোটা অংকের বেতনের চাকুরী দেওয়াসহ টিকটক ভিডিও মডেল বানানোর প্রলোভন দেখিয়ে ফরিদপুর যৌন পল্লীসহ বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায় এবং জানতে পারে উক্ত মানব পাচারকারী ০১টি মেয়েসহ ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রথখোলা যৌন পল্লীর ভিতর বিক্রয়ের জন্য অবস্থান করছে। তখন ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৭ জুলাই ২০২১ ইং তারিখ রাতে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন রথখোলা যৌন পল্লীরর ভিতর অভিযান পরিচালনা করে উক্ত ব্যক্তিকে আটক করে।
এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ০১ জন ভিকটিম, ০১টি সীমকার্ডসহ ০১ টি মোবাইল এবং নগদ বার হাজার পাঁচশত টাকা জব্দ করে।
উদ্ধারকৃত আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মামলা করা করা হয়েছে বলে র্যাব-৮ জানায়।