রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানায় র্যাবের অভিযান, আটক ১

রাজধানীর বসিলায় জঙ্গি আস্তানা থেকে অভিযান চালিয়ে এক জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আজ বৃহস্পতিবার ৯ সেপ্টেম্বর সকালে র্যাব হেড কোয়ার্টার্সের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক এন এম ইমরান খান এ তথ্য নিশ্চিত করেন।
সিনিয়র সহকারী পরিচালক জানান, মোহাম্মদপুরের বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা ওই বাড়ি থেকে একজনকে আটক করেছে র্যাব ২-এর সদস্যররা। আটক ব্যেক্তির জিজ্ঞাসাবাদ চলছে। র্যাবের অভিযান চলমান রয়েছে, অভিযান শেষে বিস্তারিত জানা যাবে।
এর আগে আজ বৃহস্পতিবার ভোর থেকে বসিলায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখে র্যাব সদস্যরা।