সার্বিক আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষ রোবাস্ট পেট্রোল ও চেকপোস্ট মোতায়েন জোরদার করেছে র্যাব-৩

র্যাব-৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযান, খুন, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতারের পাশাপাশি বিভিন্ন সেবা ও কল্যানমূলক কাজের মাধ্যমে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাব-৩ এর জোড়ালো তৎপরতা অব্যাহত রয়েছে। এলিট বাহিনী হিসেবে অপরাধীদের অপতৎপরতা ঠেকাতে ও জনগণের সার্বিক নিরাপত্তায় র্যাব-৩ এর আওতাধীন এলাকায় রোবাস্ট পেট্রোলসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট মোতায়েন করে গাড়ী তল্লাশী করা হচ্ছে। 
যেকোনো পরিস্থিতি মোকাবিলায় র্যাব-৩ এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।