South east bank ad

হ্যান্ডিমামার গ্রাহকরা সোয়াপ থেকে ক্রয় বিক্রয় কিংবা এক্সচেঞ্জ করতে পারবেন

 প্রকাশ: ০১ জুন ২০২১, ০৭:২৫ অপরাহ্ন   |   সারাদেশ

হ্যান্ডিমামার গ্রাহকরা সোয়াপ থেকে  ক্রয় বিক্রয় কিংবা এক্সচেঞ্জ করতে পারবেন

দেশীয় শীর্ষস্থানীয় মেইন্টেন্যান্স সার্ভিস প্ল্যাটফর্ম হ্যান্ডিমামা  সম্প্রতি দেশের অন্যতম রি-কমার্স প্লাটফর্ম সোয়াপ এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। সমঝোতা অনুযায়ী, হ্যান্ডিমামার গ্রাহকরা সোয়াপ প্লাটফর্ম থেকে তাদের আসবাবপত্র সহ মোবাইল ও অন্যান্য পণ্য ক্রয় বিক্রয় কিংবা এক্সচেঞ্জ করতে পারবেন। 

গতকাল সোমবার উভয় প্রতিষ্ঠানের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি তে বলা হয়, করোনা পরিস্থিতি বিবেচনা করে  অনলাইনে ভার্চুয়াল প্লাটফর্মে এ সমঝোতা  চুক্তি স্বাক্ষরিত হয়। হ্যান্ডিমামার প্রতিষ্ঠাতা  ও সিইও শাহ পরান এবং সোয়াপ এর সহ প্রতিষ্ঠাতা ও সিইও  পারভেজ হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। 

অনুষ্ঠানে সোয়াপ এর হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট তাওহীদুল আলম সিফাত , ব্র্যান্ড ও পার্টনারশীপ ম্যানেজার নুসরাত জাহান এবং হ্যান্ডিমামার চীফ অপারেটিং অফিসার মারুফ জামান ও মার্কেটিং এক্সেকিউটিভ রেজওয়ান পিয়াল সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
BBS cable ad