গাজীপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২৫ হাজার ২০০ টাকা জরিমানা

গাজীপুরে গতকাল সোমবার ১৪ জুন ২০২১ইং তারিখে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার দোলান বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তামান্না রহমান।
নকল ব্যান্ড রোল ব্যবহার করে ভ্যাট এবং রাজস্ব ফাঁকি দিয়ে বিড়ি বিক্রয় , উৎপাদন এবং মজুদ রাখার উদ্দেশ্যে অর্থদণ্ড করা হয় । জব্দ করা মালামাল ধ্বংস করা হয় ।
এছাড়াও বাজারে বিভিন্ন দোকানে মূল্য তালিকা না থাকায় এবং মাস্ক পরিধান না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এবং সংক্রমণ ব্যাধি (প্রতিরোধ, নিয়ন্ত্রণ এবং নির্মূল) আইন ২০১৮ -এর আওতায় অর্থদণ্ড দেওয়া হয় ।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সঙ্গে ছিলেন জেলা বাজার কর্মকর্তা এবং আনসার বাহিনীর সদস্যরা । এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট ৪টি মামলা করা হয় এবং মোট ২৫ হাজার ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।