South east bank ad

কক্সবাজারে আরো ১০১৮ পরিবার পাবে প্রধানমন্ত্রীর নতুন ঘর

 প্রকাশ: ১৯ জুন ২০২১, ০৬:৪৭ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

কক্সবাজারে আরো ১০১৮ পরিবার পাবে প্রধানমন্ত্রীর নতুন ঘর
কক্সবাজার জেলা প্রশাসক ড. মো. মামুনুর রশীদ জানিয়েছেন , কক্সবাজার জেলায় ‘ক’ শ্রেণির পরিবার পুনর্বাসনের লক্ষ্যে দুই পর্যায়ে মোট এক হাজার ৪২৩টি একক ঘর বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৩০৩টি গৃহ প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উদ্বোধন করেছেন। জেলার আট উপজেলার মধ্যে প্রথম ও দ্বিতীয় পর্যায়ে বরাদ্দ দেওয়া হয়েছে চকরিয়ায় ৪৩০টি বাড়ি, পেকুয়ায় ৬০টি, কুতুবদিয়ার জন্য ৩৭টি, কক্সবাজার সদরের ১৪৮টি, রামুতে ৩০৫টি, উখিয়ায় ১৪৫টি ও টেকনাফে ২৬২টি বাড়ি। কক্সবাজারের আট উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছে আরও এক হাজার ১৮টি বাড়ি। ইতোমধ্যে এই বাড়িগুলোর নির্মাণ কাজ শেষ হয়েছে। আগামী ২০ জুন  সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্বিতীয় পর্যায়ে সারাদেশে ৫৩ হাজার ৩৪০টি উপকারভোগী পরিবারের অনুকূলে জমি ও ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন। অবশিষ্ট এক হাজার ১২০টি ঘরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হওয়া এক হাজার ১৮টি (প্রথম পর্যায়ে ৫৬২টি ও দ্বিতীয় পর্যায়ে ৪৫৬টি) ঘর উপকারভোগীদের মধ্যে হস্তান্তর করা হবে।


আগামী ২০ জুন মূল অনুষ্ঠান গণভবন থেকে সকাল সাড়ে ১০ টায় শুরু হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক উদ্বোধনের পর উপকারভোগীদের জমির কবুলিয়তের কপি, খতিয়ান, সনদপত্র, ফোল্ডার হস্তান্তর করা হবে। অনুষ্ঠানটি কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে জেলার সকল রাজনৈতিক ব্যক্তি, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গণভবনের সঙ্গে যুক্ত থাকবেন বলে জানান জেলা প্রশাসক।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: