South east bank ad

সাতক্ষীরায় ২১ তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন হুমায়ুন কবির

 প্রকাশ: ২৪ জুন ২০২১, ০৫:৪০ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

সাতক্ষীরায় ২১ তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন হুমায়ুন কবির
এমএ জামান (সাতক্ষীরা):

পরিকল্পনা মন্ত্রণালয়ের একান্ত সচিব মোহাম্মদ হুমায়ুন কবীর সাতক্ষীরার ২১ তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন । বুধবার (২৩ জুন) বেলা দেড়টার দিকে বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল নতুন জেলা প্রশাসকের কাছে দায়িত্বভার হস্তান্তর করেন।

বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের উপসচিব পদে যোগদান করবেন। এর আগে গত ৩১ মে (সোমবার) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন শাখা বদলি ও পদায়ন করে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

সদ্য বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ২০১৮ সালের ৯ অক্টোবর সাতক্ষীরায় যোগদান করেন। তিনি গোপালগঞ্জের বাসিন্দা। 

দায়িত্বভার হস্তান্তরকালে বিদায়ী জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল নতুন জেলা প্রশাসককে শুভেচ্ছা অভ্যর্থনা জানান ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন।

সাতক্ষীরা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইন্দ্রজিত সাহা বলেন, নতুন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবীর দুপুরের দিকে যোগদান করেছেন। সদ্য বিদায়ী জেলা প্রশাসক মোস্তফা কামাল স্যার দায়িত্বভার হস্তান্তর করে নতুন জেলা প্রশাসককে অভ্যর্থনা ও সাতক্ষীরাবাসির মঙ্গল কামনা করে নতুন কর্মস্থলের উদ্দেশ্যে  গমন করেছেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: