ময়মনসিংহে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত

রাসেল আহমেদ (ময়মনসিংহ) :
ময়মনসিংহে মাসিক রাজস্ব সভা অনুষ্ঠিত হয়েছে।সরবিবার( ২৭জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন জনাব সমর কান্তি বসাক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), ময়মনসিংহের সকল উপজেলা নির্বাহী অফিসার এবং ময়মনসিংহের সকল সহকারী কমিশনার (ভূমি)।এছাড়াও জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ যুক্ত ছিলেন।
এ সময় ই-মিউটেশন, ভূমি উন্নয়ন কর আদায়, ভূমি সংক্রান্ত অন্যান্য সকল সেবা নিয়ে আলোচনা করা হয়। সেবা গ্রহীতাদেরকে সহজে, স্বল্পতম সময়ে এবং স্বল্পতম ব্যয়ে ভূমি সেবা নিশ্চিত করার জন্য জনাব মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক, ময়মনসিংহ সকল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি)-গণকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন।