শিরোনাম

South east bank ad

গাজীপুরে করোনা ভাইরাসরোধে কঠোর জেলা প্রশাসন

 প্রকাশ: ০৬ জুলাই ২০২১, ১১:০২ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

গাজীপুরে করোনা ভাইরাসরোধে কঠোর জেলা প্রশাসন
গাজীপুরে কঠোর লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। 
মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে  আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় এ জেলায় মোট ২৫৩ জনের মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় জেলায় ২৪৩ জনের নমুনা পরীক্ষা করে আরও ৯০ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলা সিভিল সার্জন কার্যালয় আজ মঙ্গলবার ৬ জুলাই ২০২১ইং তারিখ সকালে এ তথ্য জানান। 
সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে আরও জানানো হয়, এখন পর্যন্ত গাজীপুরে মোট ৯২ হাজার ১৮৯ জনের নমুনা পরীক্ষা করে ১৩ হাজার ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে।
এখন পর্যন্ত গাজীপুরে করোনা থেকে সুস্থ হয়েছে ১১ হাজার ২৩৭ জন। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, সেবিকা, স্বাস্থ্যকর্মী, পুলিশ সদস্য ও পোশাককর্মীও রয়েছেন।
গাজীপুর জেলায় সবচেয়ে বেশি করোনা শনাক্ত করা হয়েছে সিটি করপোরেশন এলাকায়। সিটি করপোরেশন এলাকায় এখন পর্যন্ত মোট আট হাজার ৪২০ জনের করোনা শনাক্ত হয়েছে।
গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সঠিকভাবে মাস্ক পরিধান ও কঠোর বিধিনিষেধ মেনে চলতে বলা হয়েছে। সবাইকে সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে সহযোগিতা করতে বলা হয়েছে এবং ঘরে অবস্থান করতে বলা হয়েছে।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: