নেত্রকোণায় কঠোর লকডাউন বাস্তবায়নে মাঠে রয়েছে জেলা প্রশাসন

আব্দুর রহমান (নেত্রকোণা):
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ সরকার ঈদুল আজহা শেষে আবারও সারা দেশে ১৪ দিনের কঠোর লকডাউন আরোপের ৪র্থ দিন চলছে আজ।
লকডাউন বাস্তবায়নে নেত্রকোণা জেলার বিভিন্ন পয়েন্টে পুলিশের চেকপোস্টে রয়েছে কঠোর নজরদারি। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি সহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে মোবাইল টিমও মাঠে কাজ করছে। এই লকডাউনে রাস্তায় ঘোরা-ফেরা করা মানুষজন কারণ দর্শাতে না পারলে গুনতে হচ্ছে জরিমানা।
অন্যদিকে জরুরি প্রয়োজনে মানুষ ঘর থেকে বের হলেও বন্ধ রয়েছে নিত্য প্রয়োজনীয় দোকান-পাট ছাড়া মার্কেট, গণপরিবহন সহ জেলার সকল ধরনের যানবাহন। তবে ব্যক্তিগত গাড়ি সহ রিকশা চলাচল করতে দেখা গেছে।
এছাড়াও সকাল থেকেই বিভিন্ন উপজেলাগুলো থেকে সাধারণ মানুষ জনকে কারণে অকারণে হেঁটে শহরে প্রবেশ এবং বের হতে দেখা গেছে।
এদিকে লকডাউন শতভাগ বাস্তবায়নে জেলা প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী ও আনসারসকে মাঠ পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে কঠোর অবস্থান থেকে কাজ করতে দেখা গেছে।
এছাড়াও প্রশাসনের পাশাপাশি কঠোর লকডাউন বাস্তবায়নে নেত্রকোণা সদর পৌরসভার ভূমিকাও রয়েছে পূর্বের তুলনায় চোখে পড়ার মত। এছাড়াও গত বছর শুরু থেকে অধ্যাবধি রেডক্রিসেন্ট সদস্যদের মাঠে থাকতে দেখা গেছে।