শিরোনাম

South east bank ad

বগুড়ায় জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন

 প্রকাশ: ০৯ জুন ২০২১, ০৪:৫৯ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

বগুড়ায় জেলা প্রশাসকের বিভিন্ন সরকারি দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন

গতকাল ৮ জুন ২০২১ইং  মঙ্গলবার বগুড়া জেলার জেলা প্রশাসক ও  জেলা ম্যাজিস্ট্রেট মো. জিয়াউল হক শিবগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
তিনি শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসায়ের কার্যালয়, উপজেলা ভূমি অফিস, শিবগঞ্জ থানা, শিবগঞ্জ সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন এবং বিভিন্ন পরামর্শ দেন। 
এছাড়া তিনি ২০২০-২১ অর্থবছরে উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় শিবগঞ্জ উপজেলাধীন বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মধ্যে ল্যাপটপ ও হুইলচেয়ার বিতরণ করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পা, সহকারী কমিশনার (ভূমি) মৌলি মন্ডল, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, মেয়রসহ অন্যান্যরা।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: