South east bank ad

সামাজিক ব্যাধিমুক্ত সমাজ গঠনে খেলাধূলার প্রয়োজনীয় : নরসিংদীর জেলা প্রশাসক

 প্রকাশ: ০৯ জুন ২০২১, ০৯:৩৫ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

সামাজিক ব্যাধিমুক্ত সমাজ গঠনে খেলাধূলার প্রয়োজনীয় : নরসিংদীর  জেলা প্রশাসক
গতকাল মঙ্গলবার নরসিংদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনুর্ধ্ব-১৭) এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনুর্ধ্ব-১৭) এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লে. কর্নেল (অব) মোহাম্মদ নজরুল ইসলাম (বীরপ্রতীক)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, সেক্টর কমান্ডারস-৭১-এর সভাপতি আলহাজ্ব আবদুল মোত্তালিব পাঠানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে জয়ী ও বিজিত দলকে শুভেচ্ছা জানিয়ে সভাপতি তার বক্তব্যে সামাজিক ব্যাধিমুক্ত সমাজ গঠনে খেলাধূলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।  জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণের লক্ষ্যে শৃঙ্খলা ও ক্রীড়াপ্রধান জাতি গঠনে সবাইকে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: