South east bank ad

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, কুমিল্লার তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন

 প্রকাশ: ২৭ মে ২০২৩, ১০:৩৬ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, কুমিল্লার তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, কুমিল্লার উদ্যোগে ২৫-২৭ মে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে। 

 ২৬ মে, ২০২৩ তারিখ উক্ত আয়োজনের ২য় দিনে মুরাদনগর উপজেলার দৌলতপুর ইউনিয়নে অবস্থিত কবির শ্বশুরবাড়ি "কবিতীর্থ" তে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 উক্ত অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শামীম আলম।
 
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব খান মোহাম্মদ বিলাল, অতিরিক্ত সচিব (অব:), গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, নজরুল গবেষক ড: আলী হোসেন চৌধুরী, জনাব মহসিনা আক্তার খানম, সহযোগী অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, নজরুল গবেষক জনাব শ্যামাপ্রসাদ ভট্টাচার্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলার অন্যান্য দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দসহ মুরাদনগরের সর্বস্তরের সাধারণ জনগণ। 

এসময় জেলা প্রশাসক এবং আগত অন্যান্য অতিথিবর্গ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর স্মৃতিবিজড়িত বাসভবন ও ঐতিহাসিক স্মৃতিনিদর্শনসমূহ পরিদর্শন করেন।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: