South east bank ad

কাজী নজরুল ইসলাম এর জন্মবার্ষিকী উদযাপনের সমাপনী দিনে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

 প্রকাশ: ২৮ মে ২০২৩, ০৫:১৩ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

কাজী নজরুল ইসলাম এর  জন্মবার্ষিকী উদযাপনের  সমাপনী দিনে  আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১২৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন, কুমিল্লার উদ্যোগে ২৫-২৭ মে, ২০২৩ তারিখ তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা আয়োজন করা হয়েছে।

 ২৫ মে উদ্বোধনী অনুষ্ঠানের পর  ২৭ মে, ২০২৩ তারিখ উক্ত আয়োজনের ৩য় ও সমাপনী দিনে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

 উক্ত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেন কুমিল্লা ৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জনাব আ ক ম বাহাউদ্দীন বাহার।

 জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শামীম আলম এর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব আবদুল মান্নান, ডেপুটি সিভিল সার্জন জনাব নিসর্গ মেরাজ চৌধুরী, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, নজরুল গবেষক অধ্যাপক জনাব আনোয়ারুল হক, অধ্যাপক জনাব শান্তি রঞ্জন ভৌমিক, বিশিষ্ট সাংবাদিক জনাব আবুল হাসনাত বাবুল, জেলা পর্যায়ের দপ্তরসমূহের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীগণ, সুধীবৃন্দসহ জেলা পর্যায়ের সর্বস্তরের সাধারণ জনগণ।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: