নরসিংদী জেলায় নতুন ডিসি

নরসিংদী জেলায় জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ড.বদিউল আলম।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা একটি প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।
প্রশাসনের বিসিএস ২৭তম ব্যাচের কর্মকর্তা ড.বদিউল আলম মন্ত্রিপরিষদ বিভাগের আইন-৩ অধিশাখা ও বিকল্প কাউন্সিল অফিসার হিসেবে কর্মরত।
নরসিংদীর বর্তমান ডিসি আবু নইম মোহাম্মদ মারুফ খানকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
সম্প্রতি মাঠ প্রশাসনের প্রায় অর্ধেক জেলার ডিসিদের রদবদল করছে সরকার। এর মধ্যে বেশির ভাগ ডিসির মেয়াদ পূর্ণ হওয়ায় বদলি করা হয়েছে।