শ্রমিক কল্যাণ তহবিলে প্রায় ১৩ কোটি টাকা দিল ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও নেসলে

দেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে লভ্যাংশের নির্দিষ্ট অংশ প্রায় ১৩ কোটি টাকা জমা দিয়েছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও নেসলে বাংলাদেশ লিমিটেড।
সম্প্রতি সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহীর কাছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ও নেসলের প্রতিনিধিরা নিজ নিজ কোম্পানির পক্ষে গত এক বছরের কোম্পানির লভ্যাংশের চেক হস্তান্তর করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক জেবুন্নেছা করিম, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর এক্সটার্নাল অ্যাফেয়ার্স বিভাগের প্রধান শেখ শাবাব আহমেদ, মানবসম্পদ বিভাগের প্রধান মেহেদী আরিফ মোজাম্মেল, এক্সটার্নাল অ্যাফেয়ার্স কনসালট্যান্ট আখতার আনোয়ার খান, নেসলে বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর নকিব উদ্দিন খান, লিগ্যাল অ্যান্ড ট্যাক্স ডিরেক্টর দেবব্রত রায় চৌধুরী এবং মানবসম্পদ বিভাগের পরিচালক ফাতেমা রিজওয়ানা।
ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মানবসম্পদ বিভাগের প্রধান সাদ জসিমের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল ১১ কোটি ১০ লাখ ১ হাজার ৫৭৫ টাকার চেক সচিবের কাছে হস্তান্তর করেন। নেসলে বাংলাদেশের ফাইন্যান্স অ্যান্ড কন্ট্রোল ডিরেক্টর নমিত মিত্রের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধি দল কোম্পানির গত অর্থবছরের লভ্যাংশের ১ কোটি ৮৮ লাখ ৭৯ হাজার ৮১০ টাকার একটি চেক দেন।