প্রতিরক্ষা মন্ত্রণালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বিডিএফএন লাইভ.কম
‘২৬ মার্চ’ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২২ যথাযথ মর্যাদায় উদ্যাপনের লক্ষ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয় কর্তৃক দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
সূর্যোদয়ের সাথে সাথে মন্ত্রণালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঐতিহাসিক নেতৃত্ব এবং সুবর্ণজয়ন্তীতে দেশের উন্নয়ন” শীর্ষক আলোচনা সভা অনু্ষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা ‘২৬ মার্চ’ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলে ধরেন। উক্ত সভায় মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা/কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
আলোচনা সভা শেষে মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা/কর্মচারীর উপস্থিতিতে বাদযোহর গণভবন জামে মসজিদে বিশেষ মোনাজাত করা হয়।