সিলেটে আনুমানিক ৩ লাখ টাকার মাদকসহ ৩ জনকে আটক করলো র্যাব ৭

র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সিলেট জেলার গোয়াইনঘাট থানা মোহাম্মদপুর বাজার এলাকায় কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১০ জুলাই র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি দুইটি বস্তা ফেলে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে মোঃ সোলেমান (২৪), পিতা- মোঃ আব্দুস শুকুর, সাং- কালীনগর, মোঃ হারুন আর রশিদ(২৯), পিতা- আমজাদ আলী, সাং- মোহাম্মদ এবং মোঃ সোহাগ মিয়া (৩০), পিতা- মৃত আবুল হোসেন, সাং- পাথর টিলা, উভয় থানা- গোয়াইনঘাট, জেলা- সিলেট ৩ জনকে আটক করে। পরবর্তীতে উপস্থিতি সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো ও সনাক্ত মতে নিজ হেফাজতে থাকা ২ টি বস্তা তল্লাশি করে ৩শ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ আসামিকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লক্ষ টাকা। জানা যায়, তারা দীর্ঘদিন যাবত সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছে।