বোয়ালমারী থানা হতে ইয়াবা এবং গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী আটক

জাকির হোসেন (সালথা):
ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন পোয়াইল গ্রাম এলাকা হতে সোমবার (১২ জুলাই) বিকালে র্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী মোঃ উজ্জল শেখ(২৫), মোঃ শরিফুল ইসলাম(২৬), মোঃ মাহাবুব শেখ(২৬) কে আটক করে।
ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আটককৃত আসামীদের হেফাজতে থাকা ৫০(পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট, ৮৮০ (আটশত আশি) গ্রাম গাঁজা, ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২টি সীমকার্ডসহ ০৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব-৮ জানায়।