South east bank ad

নরসিংদী জেলা প্রশাসকের দায়িত্বভার হস্তান্তর

 প্রকাশ: ২৩ জুন ২০২১, ০৯:৩৫ অপরাহ্ন   |   জেলা প্রশাসন

নরসিংদী জেলা প্রশাসকের দায়িত্বভার হস্তান্তর
২২ জুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন এবং সদ্য পদায়িত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান যথাক্রমে দায়িত্বভার হস্তান্তর ও গ্রহণ করেন। এসময় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়কে অভ্যর্থনা জানানো হয়। এর পূর্বে  জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি এর দায়িত্বভার হস্তান্তর ও সাইফার হস্তান্তর করা হয়।
এ দায়িত্বভার হস্তান্তরের মাধ্যমে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নরসিংদী সৈয়দা ফারহানা কাউনাইনের ৩ বছর ৩ মাস ১২ দিন দীর্ঘ কর্মমুখর সময়ের সমাপ্তি হলো। শুরু হলো সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব হিসেবে নতুন পথচলা। কিছু মধুর স্মৃতি রয়ে গেল নরসিংদীবাসীর জন্য।
BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: