South east bank ad

২ টি বিদ্যালয় পরিদর্শন করলেন শেরপুরের ডিসি

 প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২১, ০২:৩১ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসন

২ টি বিদ্যালয় পরিদর্শন করলেন শেরপুরের ডিসি

সাঈদ আহম্মেদ সাবাব, শেরপুর:

শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমি এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন এবং বিদ্যালয়ের শিক্ষকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।

১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে তিনি ওই দুটি বিদ্যালয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শনকালে বিদ্যালয়ের সমস্যা সম্পর্কে অবহিত হন এবং সেগুলো দ্রুত সমাধানে আশ্বাস দেন। সেইসাথে করোনা পরিস্থিতিতে বিদ্যালয় চলাকালীন ছাত্র-ছাত্রীদের স্বাস্থবিধি প্রতিপালনের বিষয় সম্পর্কে খোঁজ নেন তিনি।

পরে সংশ্লিষ্ট বিদ্যালয়ের সম্মেলন কক্ষে শিক্ষকগণের সাথে এক মতবিনিময় সভা করেন জেলা প্রশাসক। ওইসময় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ, শিক্ষা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী, জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষিকা লুৎফা বেগম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এ্যানি সুরাইয়া মিলোজসহ অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

BBS cable ad

জেলা প্রশাসন এর আরও খবর: