হবিগঞ্জ জেলায় জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপিত

জাতীয় যুব দিবস ২০২৩ উপলক্ষে ০১-১১-২৩ইং তারিখে জেলা প্রশাসন, হবিগঞ্জ ও যুব উন্নয়ন অধিদপ্তর হবিগঞ্জের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা, যুবঋনের চেক, সনদপত্র, শ্রেষ্ঠ যুব সংগঠক ও সফল আত্মকর্মীদের মাঝে ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব দেবী চন্দ।
এতে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, উপপরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর, প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, প্রশিক্ষনার্থী বৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজনেরা।
জেলা প্রশাসক সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী প্রশিক্ষনার্থী বৃন্দের মাঝে সনদপত্র, ক্রেস্ট, ড্রাইভিং লাইসেন্স বিতরণ করেন।। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণ গ্রহণকারী উদ্যোক্তাদের মাঝে যুবঋনের চেক বিতরণ করেন ও সংস্কারকৃত পুকুরে মাছের পোনা উপমুক্ত করেন।
জেলা প্রশাসক যুবদের মাঝে দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন ও বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে তাদেরকে স্বাবলম্বী ও আত্মপ্রত্যয়ী হতে পরামর্শ প্রদান করেন।