র্যাব-৫ এর অভিযানে বিদেশী পিস্তল, ওয়ান শুটারগান এবং গুলিসহ ০১ জন অস্ত্র ব্যবসায়ী আটক

র্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার মান্দা থানাধীন কিত্তলী গ্রামস্থ জ্যোতি কোল্ড স্টোরেজের পাশে একটি অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে, বিদেশী পিস্তল- ০১ টি, ম্যাগজিন- ০১ টি, গুলি- ০৬ রাউন্ড, ওয়ান শুটারগান- ০১ টি ও শপিং ব্যাগ- ০১ টিসহ মোঃ মিজান শেখ (২২), পিতা- মৃত আবুল হোসেন, সাং- প্রসাদপুর বাগদোয়া, থানা- গোমস্তাপুর, জেলা- চাঁপাইনবাবগঞ্জকে আটক করে। আটককৃত অস্ত্র ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।